০৬ অক্টোবর ২০২৫, ০৫:২২ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীন ফুটবল মাঠে বিপুল উৎসব আমেজের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে চ্যানেল এস’কে ০৪-০৩ গোলে হারিয়ে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। এতে লন্ডনে বসবাসরত সাংবাদিকদের ৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে উৎসব মুখর পরিবেশে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। এতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় এবং প্রেসিডেন্ট মো. জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। এ সময় আনোয়ার আলদীন বলেন, ফুটবল আমাদের ঐতিহ্য। ফুটবলের সাথে মিশে আছে...