নির্বাচনের ফল তখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিক ফলাফল ছড়িয়ে পড়েছে মুখে মুখে। পাঁচ তারকা হোটেলের ভেতরই হুল্লোড় উঠল, খালেদ মাসুদ পাইলটের নামে স্লোগানে মুখরিত হলো চারপাশ। এরপর একের পর এক ফুলের মালা পরানো হলো তার গলায়। মালার ভীড়ে প্রায় হারিয়ে গেলেন তিনি। তবে এর ফাঁকেও দেখা গেল তার মুখে চওড়া হাসি। প্রথমবার বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়েছেন খালেদ মাসুদ। বিসিবি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনে স্রেফ এই একটি ক্যাটেগরি ঘিরেই ছিল কিছুটা কৌতূহল। সেখানে বিপুল ব্যবধানেই জিতেছেন তিনি। সাবেক এই কিপার-ব্যাটসম্যান পেয়েছেন ৩৫ ভোট। এই ক্যাটেগরিতে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আরেক সাবেক ক্রিকেটার দেবব্রত পাল পেয়েছেন ৭ ভোট। তবে ভোটের পর নির্বাচনে সরকারি প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাউন্সিলর। তার মতে, এই নির্বাচনে ফিক্সিংয়ের চেয়েও গভীর কিছু...