ইসরায়েলি সেনাদের হাতে আটক থাকার পর মুক্তি পাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রীরা ভয়াবহ নির্যাতন ও অমানবিক আচরণের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাদের অভিযোগ— আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে, দীর্ঘ সময় ধরে অনাহারে রেখেছে এবং শারীরিক ও মানসিকভাবে চরম নিপীড়ন করেছে।ত্রাণবাহী ফ্লোটিলা বহরটি গাজার ওপর আরোপিত অবরোধ ভাঙতে ও মানবিক সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিল। গত সপ্তাহে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলো আটক করে এবং তাতে থাকা প্রায় ৪৫০ জন অধিকারকর্মীকে গ্রেপ্তার করে। কয়েক দিনের মধ্যে তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, অনেকেই এখনো ইসরায়েলে আটক রয়েছেন।মুক্তি পাওয়া যাত্রীদের একজন, ইতালির অধিকারকর্মী চেজারে তোফানি। দেশে পৌঁছে সাংবাদিকদের কাছে তার আটক থাকার অভিজ্ঞতা বর্ণণা করে বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছে। সেনাদের হেফাজতে শারীরিকভাবে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়,...