ঢাকা:নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, গত ১৬ বছর আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনকে খারাপ করার ভূমিকায় ছিল। এবার হয়তো শক্তিশালী অবস্থায় থাকবে না।তবে তারা নির্বাচনকে ভালো করার জন্য কাজ করবে। সোমবার (০৬ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংলাপের ওঠে আসা নানা মতামতের প্রেক্ষিতে তিনি বলেন, প্রতিটি সংসদীয় এলাকায় ইসির তত্ববধায়নে সব প্রার্থীকে এক মঞ্চে এনে তাদের নির্বাচনি এজেন্ডা তুলে ধরার ব্যবস্থা করবো। একটা ট্রমার মধ্য দিয়ে কিছু কিছু বাহিনী গেছে। পাশপাশি এর বাইরেও গত ১৬ বছরে সংস্কৃতির যে পরিবর্তন হয়ে তাতো আমরা রাতারাতি সংশোধন করতে পারি না। গত ১৬ বছরে আইন-শৃঙ্খলা বাহিনী হয়তোবা ছিল নির্বাচনে, কিন্তু তারা কোনো ভূমিকায় ছিল। তারা তো নির্বাচনকে খারাপ করার কাজটা করেছে। অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। এবারও...