টঙ্গীর রাসায়নিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার নুরুল হুদার প্রাণহানির ১২ দিন পর তার ঘরে এল আরেক সন্তান। সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানিয়েছেন। এটি নুরুল হুদার তৃতীয় সন্তান। তার ১০ বছরের এক মেয়ে ও তিন বছরের এক ছেলে রয়েছে। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় গত ২২ সেপ্টেম্বর বিকালে একটি রাসায়নিকের গুদামে আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছিলেন নুরুল হুদা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় তাকে। সেখানে দুদিন চিকিৎসা চলার পর ২৪ সেপ্টেম্বর মারা যান তিনি। একই ঘটনায়...