ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক বয়স্ক ব্যক্তি। সোমবার (৬ অক্টোবর) সকালে আদালতে বিচার চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিনের প্রথম শুনানি শুরু হওয়ার পরপরই ওই ব্যক্তি স্লোগান দিতে দিতে বেঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন। তার স্লোগান ছিল—‘ভারত সনাতনের অপমান সহ্য করবে না।’ নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে আটক করে আদালতকক্ষ থেকে বের করে দেন। জুতাটি প্রধান বিচারপতিকে স্পর্শ করেনি। আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছে শীর্ষ আদালতে প্রবেশের অনুমতিপত্র বা ‘প্রক্সিমিটি কার্ড’ ছিল। কার্ডটিতে নাম লেখা ছিল—কিশোর রাকেশ। কেন তিনি এ ধরনের পদক্ষেপ নিয়েছেন, তা এখনও জানা যায়নি। তাকে নিরাপত্তা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সময় আদালতে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন, এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতেও প্রধান বিচারপতি...