মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা নিলামে ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বিকেল ৩টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রশাসন...