চারমাস আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার কালভার্টটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু খাতা-কলমে বরাদ্দ পাস হলেও এখন পর্যন্ত সংস্কার কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়ছেন চরম দুর্ভোগে। ভাঙা কালভার্টের গর্তে পড়ে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত। মির্জাপুর কলেজের ছাত্রী মৌসুমি খাতুন বলেন, রাস্তার মাঝখানে কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট পোহাতে হচ্ছে। দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানাচ্ছি। স্থানীয় বাসিন্দা সোহেল রানা...