দীর্ঘ অনিশ্চয়তা, দাবি-দাওয়া ও তারিখ পরিবর্তনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য আবার প্রচার শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করে। এর মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও শারদীয় দুর্গোৎসবের ছুটি মিলিয়ে কিছু দিন ক্যাম্পাস ছিল নীরব। ছুটি শেষে রোববার থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। সোমবার দ্বিতীয় দিনে ক্যাম্পাসে নির্বাচনি উচ্ছ্বাস ও সরব প্রচারের আমেজ দেখা গিয়েছে প্রার্থীদের মধ্যে। ছুটির পর থেকেই বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবন সংলগ্ন সড়কসহ পুরো ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্যানেলের উপস্থিতি বেড়েছে। প্রার্থীরা নতুন উদ্যমে প্রচারপত্র বিলি করছেন, শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর, পরিচিতি ও নির্বাচনি অঙ্গীকার। অনেকে ক্লাসের বিরতিতে বা ক্যাম্পাসে আড্ডার ফাঁকে প্রার্থীদের সঙ্গে কথা বলছেন, জানাচ্ছেন...