মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ঘোষণা করেছেন, গাজা যুদ্ধের অবসান ও অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন তারা। এই উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হবে, নৌপথে বাণিজ্য নিরাপদ হবে এবং চীনের অর্থনৈতিক স্বার্থও সুরক্ষিত থাকবে। তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তি নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করছে। এতে বেইজিংকে হয়তো প্রান্তিক ভূমিকায় ঠেলে দেওয়া হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে- ইসরায়েলের সম্মতির ৭২ ঘণ্টার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও সব জিম্মির মুক্তি, ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি, গাজা থেকে ১ হাজার ৭০০ বন্দি ও নিহত প্রতি ইসরায়েলির বিনিময়ে ১৫ জন গাজাবাসীর মৃতদেহ হস্তান্তর। অস্ত্রসমর্পণকারী হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ও গাজা ছাড়ার ক্ষেত্রে নিরাপদ পথের নিশ্চয়তা। গাজার অস্থায়ী প্রশাসন গঠন করা হবে এক ফিলিস্তিনি...