০৬ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি নেতা নঈম উদ্দিন ফকির ও তার সহযোগী নেতাকর্মীদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগীরা। সোমবার (৬ অক্টোবর) বিকেলে শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নঈম উদ্দিন ফকির বলেন, আমি দীর্ঘদিন যাবৎ মামলা হামলা জেল-জুলুম ও পুলিশি নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি বিগত আওয়ামী দুঃশ্বাসনের সময় শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমাকে বিএনপির পদ বঞ্চিত করতে আমিসহ আমার সমর্থিত নেতা কর্মীদের বিরুদ্ধে মাদক সহ অন্যান্য মিথ্যা তথ্য সম্বলিত অপপ্রচার চালিয়ে আসছে। আমি মিথ্যা ও ষড়যন্ত্রকারীদের এমন কর্মকাণ্ডের তীব্র...