০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম ফরিদপুর জেলা শহরে দের শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা অচল বাড়ছে অপরাধ প্রবণতা। শহরের আইনশৃঙ্খলার পরিবেশ ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন শহরবাসী। সংসদ নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে তাতোই মানুষের মধ্যে ভয় বাড়ছে। দিনের বেলায় সবকিছু জানা বুঝা গেলেও রাতের আঁধার আলোর পাহারাদার সিসি ক্যামেরা। সেই ক্যামেরা গুলোর অধিকাংশই অচল এমন অভিযোগ বিস্তর। জানা যায়, ফরিদপুর জেলা শহরের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল দীর্ঘদিন আগে। বর্তমানে এসব ক্যামেরার অধিকাংশই বিকল হয়ে আছে। ফলে শহরের অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে।জানা যায় ২০২১ সালে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে অপরাধ প্রবণতা কমাতে শহরের গুরুত্বপূর্ণ প্রায় দেড় শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এ সব ক্যামেরা...