ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার তালতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক মো. আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামী লীগ শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল জলিল ফকির সমুদ্রে ইলিশ শিকার করেছেন—এমন অভিযোগ উঠেছে। রবিবার (০৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সমুদ্র থেকে অবৈধভাবে ইলিশ এনে আড়তে তোলার সময় বিপুল পরিমাণ মাছ আটক করেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাকাটা গ্রামের বাসিন্দা মৎস্য অফিসের মাঠ সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক আবুল কাসেম রিঙ্কু এবং তার বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফকিরের দুটি ট্রলার নিষেধাজ্ঞার আগের দিন রাতেই ফকিরহাট ঘাট থেকে সাগরে যায়। তারা সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ শিকার করেন এবং রবিবার রাতেই মাছ নিয়ে ফিরে আসেন।...