গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলা নৌযানটি ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ার পর বহু অধিকারকর্মী ও সাংবাদিকের উপর নিষ্ঠুর আচরণের অভিযোগ উঠেছে। ইতালিয়ান সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো বলেন, “ইসরায়েলি বাহিনী আমার অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে।” আটক অবস্থায় অধিকারকর্মীরা দাবি করেছেন, তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করা হয়েছে। সেনারা তাদের ব্যঙ্গ করেছে, উপহাস করেছে, প্রয়োজনীয় খাবার দেয়নি এবং তৃষ্ণার্ত অবস্থায় শৌচাগারের পানি পান করতে বাধ্য করেছে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটুর ওপর বসিয়ে রাখা, শারীরিক লাঞ্ছন, তিন দিন পর্যন্ত খাবার না দেওয়া এসবই ঘটেছে তাদের বক্তব্য অনুযায়ী। ইস্তানবুল বিমানবন্দরে ফেরার পর লরেনজো ডি’আগোস্তিনো বার্তা সংস্থা এপিকে জানান, ইসরায়েলি সেনারা বন্দীদের দিকে লেজার লাইট তাক করে ভয় দেখিয়েছে এবং কুকুরও ব্যবহার করেছে। গত কয়েক দিনে গাজার উদ্দেশ্যে নৌকায় যাত্রা করা প্রায় ৪৫০...