আরব রাষ্ট্রগুলো প্রকাশ্যে ইসরাইলের বিরোধিতা করলেও, পর্দার আড়ালে এক ভিন্ন কৌশলগত খেলা চলছে। এবার মুসলিম বিশ্বের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিশ্বাসঘাতকতার বড় নজির প্রকাশ্যে এসেছে। দেশটির আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরাইলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের আভাস দিচ্ছে নতুনভাবে নির্মিত রানওয়ে ও বন্দরগুলো। গণমাধ্যম মিডল ইস্ট আই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ভারত মহাসাগরের সুকটরা (Socotra) দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সোমালিয়া এবং ইয়েমেনের উপকূল পর্যন্ত ইউএই-এর নির্মিত সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোর এক বিশাল সম্প্রসারিত নেটওয়ার্ক প্রকাশ করেছে সংস্থাটি। ইরানের বিরুদ্ধে কৌশলগত অবস্থানইরানের অতি নিকটবর্তী আরব আমিরাতের এমন কাজের পেছনের মূল উদ্দেশ্য যে আয়াতুল্লাহ খামেনির বাহিনীকে আটকানো, তা ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে। বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে অন্যতম এই নিয়ন্ত্রণ বলয়ের পরিধি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দ্রুত...