আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। এ আসনে বিএনপির অন্তত ১০ জন মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয়। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রাজীব কুমার ঘোষ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, সহ-সভাপতি রুহুল আমিন আখিল, সুইডেন প্রবাসী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান কাকন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, সাবেক উপজেলা যুবদল সভাপতি আহমদ ফারুক খোকন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার আল আশরাফ মামুন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং বিএনপি নেতা রেজাউল করিম। কিশোরগঞ্জ-২ আসনে ১৯৭৩ সালে...