ওপেনার মাহমুদুল হাসান জয়ের রেকর্ড সেঞ্চুরিতে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে বড় জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। রোববার সিলেটে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম ৯৯ রানে হারায় স্বাগতিক দলকে। ৬৩ বলে ১১০ রানের নান্দনিক ইনিংস খেলেন জয়। এনসিএল টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান। সিলেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া চট্টগ্রাম ভালোভাবে সুযোগ কাজে লাগায় । উদ্বোধনী জুটিতে ৪০ বলে ৬৩ রান যোগ করেন দুই ওপেনার জয় ও মোমিনুল হক। ১টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৩২ রান করে ফিরেন বাঁহাতি মোমিনুল। এরপর শাহাদাত হোসেন ২ ও সাদিকুর রহমান ১৪ রানে আউট হলে, ৮৪ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। চতুর্থ উইকেটে সিলেটের বোলারদের ওপর তা-ব চালিয়ে চট্টগ্রামকে শক্ত অবস্থানে নেন জয় ও উইকেটরক্ষক ইরফান শুক্কুর। ৫৭ বলে...