বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা চলছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন এবং রাত ৯টার দিকে ফলাফল প্রকাশ করা হবে।ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের ঘোষণা থেকে পাওয়া ফলাফল—পরিচালক পদ (ক্যাটাগরি-১) নির্বাচিত হয়েছেন :আমিনুল ইসলাম বুলবুলনাজমুল আবেদিনআহমেদ ইকবাল চৌধুরীআসিফ আকবরআবদুর রাজ্জাকজুলফিকার আলী খানমুখলেসুর রহমানহাসানুজ্জামানরাহাত সামসশাখাওয়াত হোসেনপরিচালক পদ (ক্যাটাগরি-২) নির্বাচিত হয়েছেন :বিসিবি নির্বাচনের ফাঁস হওয়া ফলাফলে সভাপতি বুলবুলইশতিয়াক সাদেকআদনান রহমান দীপনফায়াজুর রহমানআবুল বাশারআমজাদ হোসেনশানিয়ান তানিম নাভিনমোখছেদুল কামালএম নাজমুল ইসলামফারুক আহমেদমনজুর আলমমেহরাব আলম চৌধুরীইফতেখার রহমান মিঠুপরিচালক পদ (ক্যাটাগরি-৩) নির্বাচিত হয়েছেনখালেদ মাসুদ পাইলটএনএসসি কোটায় নির্বাচিত হয়েছেনএম ইসফাক আহসানইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ভোটগ্রহণ শেষে...