পারিবারিক আবেগকে কেন্দ্র করে নতুন টিভি সিরিজ আনছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের এই সিরিজটির শুটিং শুরু করেছেন। খুব শিগগির চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে এটি। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তরায় সিরিজটির শুটিং সেটে নির্মাতা ও শিল্পীরা জানান, প্রচারে আসার পর তাদের লক্ষ্য ‘গ্লোবাল অডিয়েন্স’-কে সংযুক্ত করা।আরো পড়ুন:লিফটে আটকে আতঙ্কে নায়িকা, এক ঘণ্টা পর উদ্ধারজয়ের খোলা চিঠি: শিল্পীদের সর্বজনীন করুন নির্মাতা রাজ বলেন, “একটি পরিবারে যা যা থাকে ও যা যা ঘটে সেসবই তুলে ধরার চেষ্টা করছি এতে। একটি পরিবারে যত সম্পর্ক থাকে, আমাদের সিরিজে সবকিছুই আছে। আমার বিশ্বাস, এসবের সঙ্গে প্রত্যেক দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। সেই সঙ্গে থাকছে রোমান্স, সাসপেন্স।” নির্মাতা রাজের বানানো ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি বলেন,...