অবিরাম বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ভারতের উজানে তিস্তা নদীর ওপর নির্মিত গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। যার কারণে তিস্তা নদীর পানি মারাত্মক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কন্ট্রোলরুম জানিয়েছে, রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে বিপদসীমা ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার হলেও এখন তা বৃদ্ধি পেয়ে ২৯ দশমিক ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, গঙ্গাচড়ার মহিপুর পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন। এদিকে, পাউবো রংপুর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম...