প্রবাসী আয় এবং রপ্তানি ইতিবাচক প্রবাহের ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। এতে ডলারের মূল্য কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরাসরি হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার (৬ অক্টোবর) ৮টি ব্যাংক থেকে ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা। সব মিলিয়ে চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার ( ১.৯৮ বিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা...