খুলনায় সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আয়োজিত অনুষ্ঠানে এ চিত্র দেখা যায়। কেডিএ কর্তৃপক্ষের এমন কাজে ফুঁসে উঠেছেন অনুষ্ঠানে আসা বহু মানুষ।সোমবার (০৬ অক্টোবর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।তবে কেডিএর পক্ষ থেকে বিষয়টি কেউ না জানার ভান ধরছেন, আবার কেউ চাইছেন ক্ষমা।জানা গেছে, বিশ্ব বসতি দিবস উপলক্ষে কেডিএর পক্ষ থেকে খুলনায় র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি। অনুষ্ঠানে আলোচনা সভা চলাকালীন একপর্যায়ে সব অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে লিফলেট ছাপানো হতো, শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পরেও দেখা গেল একই ধরন।দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলনকেডিএর এমন...