অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল রাজশাহীর বাঘা উপজেলার রিয়াজুল জান্নাত মাদ্রাসার মাঠে। মাঠের থৈ থৈ পানি মাড়িয়ে মাদ্রাসায় যেতে হচ্ছিল শিক্ষার্থীদের। এ অবস্থায় নিজ উদ্যোগে মাঠে বালু ফেলে চলাচলের পথ সুগম করে দিলেন জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন আহমেদ ওরফে শামীম সরকার। জানা যায়, রিয়াজুল জান্নাত মাদ্রাসাটি উপজেলার মনিগ্রাম ইউনিয়নে অবস্থিত। গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ক্ষুদে শিক্ষার্থীদের মাদ্রাসায় যেতে হতো মাঠের হাটু পানি মাড়িয়ে। ফলে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছিল। এ অবস্থায় মাদ্রাসার কয়েকজন শিক্ষক জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের কাছে বিষয়টি অবগত করেন। এরপরই আবু সাঈদ চাঁদ জেলা ছাত্রদলের নেতা সালাউদ্দিন আহমেদকে সমস্যাটি নিরসনের দায়িত্ব দেন। মাদ্রাসার প্রধান সাজেদুল...