ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, বিষয়টি একটি ‘বিচারিক আইনিপ্রক্রিয়া’ এবং এর জন্য দুই দেশের মধ্যে ‘সম্পর্ক ও আলোচনা’ জরুরি।বিক্রম মিশ্রি জানান, “আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি এবং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কাজ করতে আগ্রহী।” তবে এ মুহূর্তে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলা গঠনমূলক হবে না বলেও তিনি মন্তব্য করেন।সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমইএ) বাংলাদেশের ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন (ডিক্যাব)-এর সদস্যদের সঙ্গে এক ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে ভারত সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বিক্রম মিশ্রি বলেন, “ভারত বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে দৃঢ়ভাবে সমর্থন করে। নির্বাচনের মাধ্যমে যে সরকারই...