গত বছর গণঅভ্যুত্থানের পর পরিবর্তন এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। দায়িত্ব পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। বিসিবির চলমান নির্বাচনেও অংশ নিয়েছেন তিনি। ক্যাটাগরি-২ (ঢাকা ভিত্তিক ক্লাব) থেকে পরিচালক পদে নির্বাচন করছেন সাবেক এই অধিনায়ক। আজ সোমবার (৬ অক্টেবর) সকাল ১০টা থেকেই রাজধানীর হোটেল সোনারগাঁও প্যানপ্যাসিফিকে চলেছে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। সেখানে ভোট দিতে এসেছিলেন ফারুক। সেখানেই নির্বাচন সুষ্ঠ হচ্ছে জানিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন তিনি। ভোট কেন্দ্রে এসে ফারুক বলেন, “বেশ ভালোভাবে নির্বাচন হচ্ছে। নির্বাচনে জয় নিয়ে আমি আশাবাদী। সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।” নিজে জিতবেন কি না সেই প্রশ্নে ফারুক বলেন, খুব টেনশনে আছি। যদিও এই সময় তার...