গাজার চলমান যুদ্ধ ইসরাইলের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে তিনি বলেন, আমরা চাই বা না চাই, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ অনেক দেশই এখন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বা প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন ইসরাইলকে লক্ষ্য করে সমালোচনা বাড়ছে। রুবিও আরও বলেন, আপনি যুদ্ধকে ন্যায্য মনে করুন বা না করুন, এই সংঘাত ইসরাইলের আন্তর্জাতিক অবস্থানকে যে ক্ষতিগ্রস্ত করেছে, তা অস্বীকার করা যায় না।আরও পড়ুনআরও পড়ুনভারতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে হামাস ও ইসরাইল বন্দিবিনিময়ের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এরপরপরই ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, গাজায় তারা আপাতত আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখবে। রুবিও বলেন,...