রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ৫০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৫০০ ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। জেলেনস্কি বলেন, ‘আকাশপথে রাশিয়ার এই সন্ত্রাস বন্ধ করতে হলে আমাদের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’ এদিন সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় লভিভে, যেখানে চারজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। শহরের মেয়র আন্দ্রি সাদোভিই জানিয়েছেন, রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর লভিভের বেশ কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। তবে এখনও নতুন হামলার আশঙ্কা রয়েছে।’ হামলা চালানো হয়েছে দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায়ও। একটি বিদ্যুৎকেন্দ্র...