টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে শহীদ হন ফায়ারফাইটার নুরুল হুদা। দেশের জন্য জীবন উৎসর্গ করলেও তিনি নিজের নবজাতকের মুখ দেখতে পারেননি। তার মৃত্যুর ১২ দিন পর, সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন। পৃথিবীর আলো দেখলেও এই অগ্নি নির্বাপক যোদ্ধার সন্তানের কপালে বাবাকে দেখার সৌভাগ্য আর হলো না। সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ ফায়ারফাইটার নুরুল হুদার সন্তান জন্ম নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিনির্বাপণে নিয়োজিত হয়ে গুরুতর দগ্ধ হন ফায়ারফাইটার নুরুল হুদা। পরে গুরুতর অবস্থায় জাতীয়...