এশিয়া কাপে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাগুলোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচগুলো আর আলাদা করে আয়োজিত করা উচিত নয় বলে মত দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। দ্য টাইমস পত্রিকায় লেখা এক কলামে আথারটন বলেন, ‘একসময় ক্রিকেট ছিল কূটনীতির বাহন। এখন এটি স্পষ্টতই বিস্তৃত উত্তেজনার প্রতীক ও প্রচারণার হাতিয়ার হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ একটি খেলা তার আর্থিক স্বার্থে এভাবে সূচি সাজাবে, এর কোনো যৌক্তিকতা নেই। আর এখন যখন এই প্রতিদ্বন্দ্বিতাকে নেতিবাচকভাবে ব্যবহার করা হচ্ছে, তখন তো আরও কোনো যৌক্তিকতা থাকে না।’ সম্প্রতি আরব আমিরাতে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। ফাইনাল ম্যাচে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে হাতমেলাতে অস্বীকার করেন পাহালগাম সন্ত্রাসী হামলা ও ভারতের পাল্টা সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে। এরপর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে...