০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম মেহেরপুরের গাংনীতে পল্লীবিদ্যুৎ কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে অগভীর নলকূপ স্থাপনের অভিযোগ উঠেছে মোহাম্মদপুর গ্রামের আফছার মণ্ডলের ছেলে এনারুল ইসলামের বিরুদ্ধে। সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ অগভীর নলকূপ স্থাপনের জন্য লাইসেন্স বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত আরেক সেচপাম্প মালিক মোহাম্মদপুর গ্রামের আমছের আলী। মোহাম্মদপুর গ্রামের আমছের আলী জানান, তিনি মটমুড়া মৌজায় অনুমোদন নিয়ে গত ৫/৬ বছর ধরে বৈধভাবে সেচ পাম্প পরিচালনা করে আসছেন। কিন্তু একই গ্রামের আফছার মণ্ডলের ছেলে এনারুল ইসলাম ২০২৩ সালের শেষের দিকে মটমুড়া মৌজার ৫০৩৩ দাগে সেচ পাম্পের অনুমোদন নিয়ে তৎকালীন বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম হানিফ রেজাকে ‘ম্যানেজ’ করে অবৈধভাবে হোগলবাড়িয়া মৌজার ৬৮০৪ দাগে জোরপূর্বক অগভীর নলকূপ স্থাপন করেছেন। এ কারণে তিনি...