শেরপুর (বগুড়া) প্রতিনিধি ৬ অক্টোবর, ২০২৫, ১৭:৪৩:৫৯ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া: জেলা শহর ও শেরপুর উপজেলার মোটরশ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন করতোয়া গেটলক পরিবহনের শ্রমিকরা। ফলে ঢাকা-বগুড়া মহাসড়কে নামেনি একটিও বগুড়া শহরগামী বাস। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী, অসুস্থ রোগী থেকে শুরু করে অফিসগামী কর্মজীবী সবাই।শেরপুর করতোয়া বাস টার্মিনাল থেকে প্রতিদিন বগুড়া শহরে যাতায়াত করে প্রায় ৪৫টি করতোয়া গেটলক বাস। এসব বাসে দৈনিক কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। হঠাৎ পরিবহন বন্ধ হয়ে পড়ায় সকাল থেকেই টার্মিনাল ও রাস্তাঘাটে যাত্রীদের ভিড় লেগেছে। অনেকেই বিকল্প যানবাহনে ছুটছেন শহরে।জানা যায়, গত শুক্রবার সকালে বগুড়ার চারমাথা থেকে ছেড়ে আসা একটি বাস শেরপুর কোচ টার্মিনালে পৌঁছালে ঢাকাগামী যাত্রী...