মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী-বালিয়াবাধা কালীগঙ্গা নদীর উপরে স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হবার পরেও নির্মান করা হয়নি সেতু। প্রতি দিন জীবনের ঝুঁকি নিয়ে বাশেঁর সাঁকোর উপর দিয়ে নৌকায় করে ৪টি উপজেলার ২৫/৩০টি গ্রামের হাজার হাজার লোকজনকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার ব্যবসায়ীদের অধিক ভাড়া ব্যয় করে মালামাল ও নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেয়ার ক্ষেত্রেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, সিংজুরী ইউনিয়ন থেকে মাত্র ১ কিলোমিটার দুরে কালীগঙ্গা নদী। বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র বাহন নৌকা। সিংজুরী ইউনিয়নের বিল্লালাই, গোবিন্দ্রপুর, বেড়াডাঙ্গা, দেবতাঘড়ি, চরশিমুলিয়া, চরমির্জাপুর, মির্জাপুর, বৈলতলা, ব্রাম্বনগাও, কিষ্টনগর, নাটুয়াবাড়ি, শিহরপুর, কাশেমপুর এবং এ রাস্তা দিয়ে নাগরপুর, দৌলতপুর, সাটুরিয়াসহ ৪টি উপজেলার ২৫/৩০টি গ্রামের হাজার হাজার লোকজন সরাসরি যাতায়াত করতে পারেনা। অটোরিশকা, মোটরসাইকেল, সিএনজি মাঝেমধ্যে নদীতে...