০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। দেশে ফিরে সমর্থকদের উদ্দেশে বার্তাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আগামী বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না। এ ম্যাচ উপলক্ষ্যে সোমবার দুপুরে ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেলে উঠেছেন হামজা। সমর্থকদের উদ্দেশে ইংলিশ লিগে খেলা এই ফুটবলারের বার্তা, “নিরাপদে এসে পড়েছি। ইনশাল্লাহ আমরা সফলকাম হবো। ৯ তারিখে আমরা হংকংয়ের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলব। ইনশাল্লাহ, সবাই আমাদের সমর্থন দিবেন।” হামজার মতো আরেক প্রবাসী ফুটবলার শোমিত সোমের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে মঙ্গলবার। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের অবস্থা নড়বড়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। ৪ পয়েন্ট করে সিঙ্গাপুর ও হংকংয়ের।...