বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খান সম্প্রতি নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড–এর সঙ্গে দুইটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়। ‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’র মতো নান্দনিক ও ব্যবসাসফল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড তাদের প্রতিটি চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে এই নতুন যাত্রাকে শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য “একটি নতুন দিগন্তের সূচনা” বলে অভিহিত করেছেন। শাকিব খান বলেন,“দেশের বাইরে আমরা দেখি, শীর্ষ উদ্যোক্তারা চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের দেশের সংস্কৃতিপ্রেমী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী এবং তাঁর প্রতিষ্ঠান সেই ধারারই অংশ। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, তাঁর মতো অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে।” চুক্তি প্রসঙ্গে সান মিউজিক...