দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন কাটানো এই রাজনীতিক এবার মুখোমুখি হলেন বিবিসি বাংলার। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, যা আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটায় সেই অভ্যুত্থান এবং বিএনপির ভূমিকা নিয়ে দীর্ঘ এই সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সোমবার সকালে বিবিসি বাংলা প্রকাশ করেছে সাক্ষাৎকারের প্রথম পর্ব, যেটি ছিল ৪০ মিনিটেরও বেশি। দ্বিতীয় পর্ব প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার। সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না।তিনি বলেন, “না, আমি কখনোই জুলাই আন্দোলনে নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলন সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এর প্রেক্ষাপট তৈরি...