জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলের মত নানা অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে বিএনপি ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে সাত হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।কিন্তু কিছু বিষয় এমনও আছে, স্বৈরাচারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ব্যবসা বাণিজ্য, দোকান-পাট, ঘরবাড়ি, জমি-জমা পুকুর দখল করা হয়েছিল। ৫ আগস্টের পর দলটির নেতা-কর্মীরা তাদের বৈধ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি আবার ফিরে পেতে গেলেও সেটা ‘দখল’ বলে অপপ্রচার হয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান এ কথা বলেন। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। প্রশ্ন করা হয়—‘৫ আগস্টের পরে বিএনপির অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলের মত নানা অভিযোগ এসেছে। আপনাদের দল থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে এটা ঠিক, আবার একই সাথে এটাও ঠিক যে...