সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার নানান প্রকৃতির মানুষ রয়েছে। তবে কিছু মানুষের ভিন্নধর্মী জীবনযাপন অনেকেরই নজর কাড়ে; যা তাকে ব্যতিক্রমী মানুষ হিসেবে সমাজে পরিচয় করিয়ে দেয়। তেমনি একজন মানুষ দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দড়িখামার মহল্লার বায়েজিদ আলী। পোশাকের রঙের স্বকীয়তাই তাকে ভিন্নধর্মী একজন মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। হয়ে উঠেছেন সেলিব্রেটি। হাজারও মানুষের ভিড়ে এখন এলাকায় আলাদা একটি নাম ও পরিচয় বায়েজিদ। বায়েজিদ আলী ব্যতিক্রমী মানুষ হিসেবে পরিচিতি লাভ করার কারণ তার পোশাক। সাম্প্রতিক মানুষের মুখে মুখে ব্যাপক আলোচিত ‘সাদা সাদা, কালা কালা’ গানটিই যেন তার যাপিত জীবনের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। সাদা এবং কালো ছাড়া অন্য কোনো রঙের পোশাক পরেন না তিনি। যখন তিনি সাদা পোশাক পড়েন, তখন হাতঘড়ি, কোমরের বেল্ট, জুতা থেকে মোবাইল ফোনটিও থাকে সাদা রঙের সঙ্গে ম্যাচিং করে।...