লিফটে আটকে ১ ঘণ্টা, অভিনেত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। সম্প্রতি রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া এ ঘটনার বিষয়টি অভিনেত্রী নীলাঞ্জনা নীলা নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশও করেছেন তিনি। ভিডিও বার্তায় আটকে পড়া সময়টা নীলা নিজেই দেখিয়েছেন। নিজের মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে আটকে পড়ার মুহূর্তটা তুলে ধরেন। ভিডিওতে দেখা যায়, তিনি কী অবস্থায় আছেন, কেমন আছেন সেসব বিষয় শেয়ার করছেন। মূলত আতঙ্ক দূর করার জন্যই তিনি কথা বলছিলেন। এ সময় ব্যাগ থেকে পানির বোতল বের করে পানিও খেতে দেখা যায় তাকে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা সামান্য ফাঁক করে রাখেন যেন অভিনেত্রী শ্বাস নিতে পারেন। এরপর এক ঘণ্টা সময় ব্যয় করে নীলাঞ্জনা নীলাকে লিফট থেকে বের করা হয়। নীলার আটকে...