সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। নিহত শরীফা আক্তার (২৮) নেত্রকোনার মোহনগঞ্জের দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছুরিকাহতকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। জানা যায়, ১০ বছর আগে ধর্মপাশা উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফা আক্তার। তাদের একটি সাড়ে তিন বছর বয়সী মেয়ে আছে। কিন্তু গত এক বছর আগে পারিবারিক নানা বিষয়ে দাম্পত্য কলহ চলছিল। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।...