টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং শাহিদুর রহমান সুহেল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জাকির হোসেন কয়েস। ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল হয়েছেন আব্দুস সোবহান। যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রতিবছর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে।টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- ওয়ানবাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড।এর আগে গত ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলার বিস্তারিত তুলে ধরা হয়। ওই দিন উপস্থিত সবার সামনে লটারির মাধ্যমে টিমগুলোকে এ এবং বি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। গ্রুপ এ তে ছিল- বাংলা কাগজ, ওয়ানবাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ এবং গ্রুপ বিতে ছিল- দেশ-পত্রিকা ইউনাইটেড, চ্যানেল এস ও মোহামেডান এসসি। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে-...