বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র জমা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে, একই সময় চট্টগ্রাম বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আসিফের পথ সুগম হয়। তামিম ও বিসিবি নির্বাচন প্রসঙ্গে আসিফ বলেন, ‘নির্বাচন একটা যুদ্ধ। এটা কোনো মামার বাড়ির আবদার নয়। ঘরে বসে কেউ সভাপতি হতে পারে না। তার (তামিমের) সামনে আদালতে যাওয়ার বা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। তাই বর্জনের কোনো যৌক্তিকতা দেখি না। ’ তিনি আরও যোগ করেন, ‘যাদের কথায় তামিম বারবার সিদ্ধান্ত বদলায়, তামিমের উচিত তার পরামর্শদাতাদের বদলানো। ’ এর...