‘শিল্পীরা কোমল হৃদয়ের অধিকারী’—নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি চান, শিল্পীরা যেন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সর্বজনীন মর্যাদা পান। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক বার্তা দিয়ে জয় লেখেন, “বিএনপির আমলে বিএনপির শিল্পী, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শিল্পী—গত ২৫ বছর ধরে এই চিত্রই দেখছি। দয়া করে শিল্পীদের এবার সর্বজনীন করে দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ভুলভ্রান্তি হয়েছিল, তা ক্ষমা করুন।”আরো পড়ুন:কক্সবাজারের পানিতে নামলেই শরীর চুলকায়: নায়লা নাঈমপ্রেম-বিয়ে-পরকীয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে: রুনা খান প্রেম-বিয়ে-পরকীয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে: রুনা খান শিল্পীদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে জয় লেখেন, “শিল্পীরা কোমল হৃদয়ের মানুষ। তাদের শক্তভাবে বিচার না করে মায়া ও মমতায় অনুপ্রাণিত করুন। সংস্কারের হাওয়া যখন সর্বত্র বইছে, তখন শিল্পীদের ক্ষেত্রেও পরিবর্তন আসুক।” দেশের...