যশোরের শার্শার গোগা সীমান্তের বিপরীতে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার দুপুরে সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার থেকে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার তরিকুল ইসলাম জানান। ফেরত দেওয়া ওই বাংলাদেশির নাম মোর্শেদ মণ্ডল (৫৫)। তিনি যশোরের শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের হায়দার মণ্ডলের ছেলে। সুবেদার তরিকুল ইসলাম বলেন, রোববার মোর্শেদ মণ্ডল ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়। পরে সোমবার বিজিবির গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্য ও বিএসএফের তেতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠকে মিলিত হন। “সেখানে আলোচনার মাধ্যমে...