নিজস্ব প্রতিবেদক : জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে প্রশ্ন করেন, “আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?” ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে সোমবার (৬ অক্টোবর) তাকে হাজির করা হয়। গত বছর শাহবাগ থানায় ঝুট ব্যবসায়ী মনির হোসেনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ড চেয়েছেন। অন্যদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, “দীপু মনি ওই সময়ের ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন এবং তিনি জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে সরাসরি হাসিনা সরকারকে সহযোগিতা করেছেন।” তিনি বলেন, “হাসপাতালে নেওয়ার কথা বলে আদালত চত্বরে আনা হয়েছে, কিন্তু এখন ১০ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে।”...