গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ উৎসর্গ করা ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদার ঘরে এসেছে নতুন সদস্য। মৃত্যুর মাত্র ১২ দিন পর পুত্রসন্তানের বাবা হলেন নুরুল হুদা। তবে এ আনন্দের মাঝেই আছে অশেষ বেদনা, নবজাতক সন্তান কখনই দেখতে পাবে না তার বীর পিতাকে, যিনি দেশের মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুরুল হুদার স্ত্রী। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান। তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট এলাকায় একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে গিয়ে গুরুতর দগ্ধ হন ফায়ার ফাইটার মো. নুরুল হুদা। আরও পড়ুনশতভাগ দগ্ধ ফায়ার...