প্রথমার্ধেই দুই গোল হজম, ম্যাচের শেষ দিকে আরও দুটি। সেভিয়ার মাঠে বার্সেলোনার এমন বিবর্ণ পারফরম্যান্স থেকেও ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন হান্সি ফ্লিক। ম্যাচে বাজে শুরুর পর দলের লড়াকু মানসিকতা ও প্রচেষ্টার প্রশংসা করেছেন কাতালান ক্লাবটির কোচ। লা লিগায় রোববার বার্সেলোনাকে স্রেফ উড়িয়ে দেয় সেভিয়া। ম্যাচের বেশিরভাগ সময় জুড়ে ছন্দ খুঁজে ফেরা শিরোপাধারীদের গোল বন্যায় ভাসিয়ে তুলে নেয় ৪-১ ব্যবধানের বড় জয়। ম্যাচের প্রথমার্ধে এলেমেলো ফুটবল খেলে বার্সেলোনা। সেই সুযোগে তাদের চেপে ধরে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন বার্সেলোনার সাবেক উইঙ্গার আলেক্সিস সানচেস। পরে আরও সুযোগ পায় সেভিয়া, কিন্তু কাজে লাগাতে পারেনি। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসাক রোমেরো। গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা প্রথমার্ধের যোগ করা সময়ে পায় কিছুটা স্বস্তি। মার্কাস র্যাশফোর্ডের...