‘আরবান ক্রাইসিস রেসপন্স’ প্রতিপাদ্যে সোমবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস-২০২৫’ বা ‘ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে’। এবারের প্রতিপাদ্যের বাংলা করা হয়েছে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সারা’। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এই দিবসের মাধ্যমে শহর ও শহরগুলোর অবস্থা এবং পর্যাপ্ত আশ্রয়ের মৌলিক অধিকারের ওপর আলোকপাত করা হয়। দিবসটি পালনের উদ্দেশ্য হলো- বিশ্বজুড়ে মানুষের নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করার সচেতনতা বাড়ানো। গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় একটি র্যালি চন্দ্রিমা উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। র্যালিতে মন্ত্রণালয় এবং আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারের আয়োজন করে গণপূর্ত মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত...