এঘটনার প্রতিবাদে শনিবার বিকালে দিকে বদরখালীস্থ পানি উন্নয়ন বোর্ডের ১০ নম্বর স্লুইস গেইট এলাকায় অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন বদরখালী সাতডালিয়া পাড়া সমিতির মাস্টার নুরুল আমিন, মাস্টার জসিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন কিশোর, সাংবাদিক আবদুল মান্নান, ফোরকান উদ্দিন প্রমুখ। এব্যাপারে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি বদরখালী পওর বিভাগ) মো. জামিল মোর্শেদ বলেন, বদরখালী পাউবোর বেড়িবাঁধ লাগোয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চকরিয়া (কক্সবাজার): বদরখালীতে পাউবোর বেড়িবাঁধ লাগোয়া সংকটাপন্ন এলাকা থেকে বালু উত্তোলন করা...