ক্লাব ক্যাটেগরি থেকে মনোনয়ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তামিম। কাউন্সিলর হয়েছিলেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে। কিন্তু নির্বাচনে নোংরামি হচ্ছে এমন অভিযোগ তুলে তামিম মনোনয়ন প্রত্যাহার করেন। সেদিনই বিকেলে দুবাই চলে যান তামিম। এরপর নির্বাচনের খুব একটা খোঁজ খবর রাখেননি। তবে আজকের নির্বাচনে অংশ হতে ই-ব্যালটে ভোট দেয়ার আবেদন করেছিলেন। তার আবেদনও গ্রহণ করেছিল কমিশন। কিন্তু শেষ পর্যন্ত ভোট দেয়া থেকে বিরত থাকেন তামিম। বেশ কিছু জায়গায় কথা ছড়িয়েছিল তামিম ভোট দিয়েছেন ই-ব্যালটে। কিন্তু তেমন কিছুই হয়নি। ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, ‘‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’’আরো পড়ুন:পরিচালক হলেন পাইলটবিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ ‘‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে।...