বলিউড অভিনেত্রী ও ভারতের লোকসভার সাংসদ কঙ্গনা রানাউত সবসময়ই তার কথাবার্তার জন্য আলোচনায় থাকেন। তিনি মুখ খুললেই হয় খবরের শিরোনাম। এবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মজার এক মন্তব্য করেছেন। তার দাবি, মোদি র্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে দেবেন। তার এই মন্তব্য শুনে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত শুক্রবার দিল্লির একটি ফ্যাশন শো-তে অংশ নেন কঙ্গনা। শো-তে তিনি ছিলেন ‘শো-স্টপার’। সেখানেই এক প্রশ্নের জবাবে এই মন্ত্য করেন কঙ্গনা। তাকে প্রশ্ন করা হয়, রাজনীতিকদের মধ্যে কে র্যাম্পে সবচেয়ে ভালো হাঁটতে পারেন? তিনি জবাব দেন, ‘অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। উনার স্টাইল অসাধারণ। শুধু পোশাকের জন্য নয়, ব্যক্তিত্ব ও শিষ্টাচার নিয়েও ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে সক্ষম হবেন তিনি।’ তিনি আরও বলেন, ‘উনি সবকিছুর প্রতি অত্যন্ত সজাগ। শুধু রাজনীতি নয়, সমাজের নানা...